শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

| |

আপনার প্রতিষ্ঠান বা পন্যের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +8801987785367

কিউএনএ পাবলিকেশনের এআই মডেল ‘কিউএনএপ্লেক্স এআই’ চালু

Print Friendly and PDF

বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করলো কিউএনএ পাবলিকেশন। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল ‘কিউএনএপ্লেক্স এআই’ চালু করেছে। এই প্রযুক্তি শিক্ষার্থীদের পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করে স্মার্ট সাজেশন দেবে এবং বিষয়ভিত্তিক, বর্ষভিত্তিক, বিশ্ববিদ্যালয়ভিত্তিক ও পরীক্ষাভিত্তিক প্রশ্ন বিশ্লেষণের সুযোগ করে দেবে।

কিউএনএ পাবলিকেশনের প্রকাশিত প্রতিটি বইয়ে এখন থেকে এই এআই সুবিধা যুক্ত থাকবে। ফলে শিক্ষার্থীরা আরও সহজে ও দ্রুত প্রস্তুতি নিতে পারবেন। এই অভিনব প্রযুক্তি তৈরি হয়েছে স্মার্ট সহায় একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন এবং কিউএনএ পাবলিকেশন-এর যৌথ প্রচেষ্টায়। ২০১৯ সালে যাত্রা শুরু করার পর থেকে কিউএনএ পাবলিকেশন ধীরে ধীরে বাংলাদেশের K-12 বই খাতে শীর্ষস্থানীয় নামগুলোর একটি হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে নতুন নতুন ফিচার যুক্ত করার মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এ বছর এটিই কিউএনএ পাবলিকেশনের দ্বিতীয় এআই মডেল। এর আগে স্কুল শিক্ষার্থীদের জন্য তারা ‘ইনফিনিটি এআই’ চালু করেছিল।

কিউএনএ পাবলিকেশন, প্রেপ স্টোর ও হালকেনস্টেইনের সিইও এএসএম আনাস ফেরদৌস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে বলেন, “আমরা আমাদের যাত্রাপথে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। দোয়া করবেন, আমরা যেন শিক্ষা ও উদ্ভাবনের এই যাত্রা অব্যাহত রাখতে পারি।”

কিউএনএ পাবলিকেশন বাংলাদেশের শিক্ষাবাজারে এক দ্রুত বিকাশমান নাম, যা ২০১৯ সালে যাত্রা শুরু করে। স্বল্প সময়ে প্রতিষ্ঠানটি দেশের K-12 বই খাত এবং ভর্তি প্রস্তুতিমূলক বইয়ের ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে আস্থা অর্জন করেছে। এটি মূলত HulkenStein Ltd.-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান, যার লক্ষ্য হলো দেশের শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সহায়তা প্রদান। বর্তমানে কিউএনএ পাবলিকেশন HSC, SSC, Admission Series, Plus Series এবং বিভিন্ন প্রস্তুতিমূলক বই প্রকাশ করছে, যা রকমারি ডটকম ও ইবইঘরসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়। তাছাড়া Onupreronaa-য়ও কিউএনএ পাবলিকেশন এর বই এভেইলাবল আছে।

প্রতিষ্ঠানটি শুধুমাত্র বই প্রকাশেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে সহজতর করতে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করছে। এর অংশ হিসেবে ২০২৩ সালে কিউএনএ পাবলিকেশন চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল Infinity AI, যা মূলত স্কুল শিক্ষার্থীদের সহায়তার জন্য তৈরি করা হয়েছিল। 

Post a Comment

0 Comments