শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

| |

আপনার প্রতিষ্ঠান বা পন্যের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +8801987785367

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ রোববার

Print Friendly and PDF

২০২৫ সালের এসএসসি এবং সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট, রবিবার প্রকাশিত হতে যাচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে।

বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, মূল ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে হয়। সেই হিসেব অনুযায়ী, ফল প্রকাশের সময়সীমা ৯ আগস্ট শেষ হচ্ছে। ফলে, ফলাফল ১০ আগস্ট সকাল ১০টায় প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পুনঃনিরীক্ষণের ফল মোবাইলে এসএমএসের মাধ্যমে জানার সুযোগ থাকবে। প্রতিটি বোর্ডের জন্য ফলাফল জানার নিয়ম কিছুটা ভিন্ন। ফলাফল জানার জন্য মেসেজে লিখুন    SSC <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার বছর>    এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে। দাখিল পরীক্ষার্থীরা মেসেজে লিখুন    Dakhil <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <বছর>    এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই রেজিস্টার করা নম্বরে ফল চলে আসবে।

পরীক্ষার্থীদেরকে ফল জানার জন্য নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী বার্তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে। যারা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন, তারা নির্ধারিত সময় ও মাধ্যম অনুসরণ করে ফল জানতে পারবেন।

Post a Comment

0 Comments