
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্ত তথা ৪র্থ ধাপের আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২১ সেপ্টেম্বর। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আবেদন করা যাবে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত। এই ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪র্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের অবশ্যই ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে কলেজ সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এরপর ২৮ ও ২৯ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শিক্ষা বোর্ড জানায়, নির্ধারিত ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। শিক্ষার্থীরা কলেজের বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।
এই ধাপে আবেদন করার সুযোগ পাবেন তারা, যারা পূর্ববর্তী ধাপগুলোতে ভর্তি হতে পারেননি বা সিলেকশন পেলেও ভর্তি সম্পন্ন করেননি।
0 Comments