শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

| |

আপনার প্রতিষ্ঠান বা পন্যের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +8801987785367

গাড়ি কিনেছেন ফাহাদ স্যার

Print Friendly and PDF

নতুন গাড়ি কিনেছেন ফাহাদ স্যার। স্যারের এই বিশেষ মুহূর্তটি শেয়ার করেন ফাহাদ'স টিউটোরিয়াল এর চিফ একাডেমিক অফিসার ও বাংলা বিভাগের শিক্ষক সাকিব হাসান। তিনি ফেসবুকে ফাহাদ'স টিউটোরিয়াল গ্রুপে ফাহাদ হোসাইনের নতুন গাড়ির সাথে তোলা একটি ছবি পোস্ট করেন।

ছবির ক্যাপশনে সাকিব হাসান স্যার লিখেছেন - “Congratulations, Sir ❤️”। মাত্র ৪ ঘন্টার ব্যাবধানে পোস্টটিতে ১০ হাজার এর বেশী লাইক অতিক্রম করে। ফাহাদ স্যারের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা ইতোমধ্যে পোস্টটির কমেন্টে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। স্যারের এই সাফল্যে "অনুপ্রেরণা"-ও অভিনন্দন জানাচ্ছে।

ফাহাদ হোসাইন শিক্ষা প্রযুক্তি খাতে একজন পরিচিত মুখ। তাঁর প্রতিষ্ঠান Fahad's Tutorial দীর্ঘদিন ধরে দেশের শিক্ষার্থীদের অনলাইন শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নতুন গাড়ি কেনার এ আনন্দঘন মুহূর্ত তাই শুধুমাত্র তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো Fahad's Tutorial পরিবারের জন্যই গর্বের বিষয় হয়ে উঠেছে।

Post a Comment

0 Comments