
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩ ও ২৪ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের একটি সাম্প্রতিক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ তৈরি হওয়ায় মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখে ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২৫ জুলাই এবং পরবর্তী তারিখের সব পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
0 Comments