
সম্প্রতি স্থগিত হওয়া ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে দুটি পরীক্ষা নেয়ার পরিকল্পনা থাকলেও, এখন তা পরিবর্তন করে পৃথক দিনে পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ ২৩ জুলাই (বুধবার) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়।
২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ আগস্ট (শনিবার)। ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট (সোমবার)।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার কারণে ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। ঘটনার পরপরই শিক্ষা বোর্ড পরীক্ষাগুলো পিছিয়ে দেয়।
কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে ১২ আগস্ট। ঢাকা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে শেষ করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পর ৩ সেপ্টেম্বরের মধ্যে নম্বর অনলাইনে এন্ট্রি করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে জমা দিতে হবে নির্ধারিত নিয়ম অনুযায়ী।
এছাড়া, ১৯ আগস্টে অনুষ্ঠিতব্য প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (প্রথম পত্র) পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সময়মতো সব তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।
0 Comments