
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে, উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান কার্যালয়ের পাশে ঘটে এই দুর্ঘটনা। ঘটনার পর বিমান বাংলাদেশের প্রতি একটি অনুরোধ জানান শিক্ষানুরাগী ও জনপ্রিয় শিক্ষক ফাহাদ হোসাইন।
সোমবার (২১ জুলাই) ফাহাদ স্যার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলের একটি পোস্টে বলেন, "প্রিয় কতৃপক্ষ, বিমান উড্ডয়নের আগে একটু ভালো করে চেক দিয়েন Please"
পোস্টে তিনি আরো বলেন, "বাচ্চাগুলার জীবন চলে গেলো তো | এই পরিবারগুলো সারাজীবন শোক বয়ে বেড়াবে | মহান আল্লাহ এই দুর্ঘটনায় যারা লাশ হলো তাদের অন্তরকে শক্তি দিন | এই দোয়া করছি"
বিমান বাহিনী সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত প্রশিক্ষণ বিমানে স্কোয়াড্রন লিডার তোকির ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
0 Comments