
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা মেট্রোরেলের প্রধান কার্যালয়ের পাশের এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানটি বিধ্বস্ত হয়।
তুরাগ থানার কর্তব্যরত কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে। উত্তরা ফায়ার স্টেশনের এক কর্মকর্তার ভাষ্যমতে, কয়েকটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।
বিমান বাহিনী সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত প্রশিক্ষণ বিমানে স্কোয়াড্রন লিডার তোকির ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
0 Comments