
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, খুব শিগগিরই এই বিসিএসের প্রাথমিক ফল প্রকাশ করা হবে।
পিএসসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশের লক্ষ্যে নিরলসভাবে কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী ২১ জুলাই, সোমবারের মধ্যে ফল প্রকাশ করা হবে। তবে সকল প্রস্তুতি সম্পন্ন হলে আগেভাগেই অর্থাৎ ২১ জুলাইয়ের আগের রাতেই ফল প্রকাশ হতে পারে।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের জন্য মোট ৩,০০০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন ৪১,০২৫ জন প্রার্থী। লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। রাজধানীর ২৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা এখনো প্রকাশ করেনি পিএসসি।
৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল যেকোনো মুহূর্তে প্রকাশ হতে পারে। যারা পরীক্ষায় অংশ নিয়েছেন, তারা ফল জানার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (PSC) সরকারি ওয়েবসাইট অথবা সংবাদ মাধ্যমে নজর রাখতে পারেন।
0 Comments