শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

| |

আপনার প্রতিষ্ঠান বা পন্যের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +8801987785367

এইচএসসি রেজাল্টে হতাশা, ২৬ ও ২৭ ব্যাচকে সতর্কবার্তা ফাহাদ স্যারের

Print Friendly and PDF

সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এবার মোট পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৫৮ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। প্রায় সাড়ে ১২ লাখ পরীক্ষার্থীর মধ্যে A+ পেয়েছে মাত্র ৬৯ হাজার শিক্ষার্থী। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন দেশের জনপ্রিয় অনলাইন শিক্ষক ফাহাদ স্যার।

তিনি সরাসরি শিক্ষার্থীদের উদ্দেশে লিখেছেন - “যারা আসলেই লেখাপড়া করেছে, তারা ভালো ফলাফল করেছে। আর যারা করেনি, ফাকি দিয়েছে, ভুজুংভাজুং করেছে, তাদের রেজাল্ট অবধারিত খারাপ হবেই।”

এইচএসসি ২৬ ও ২৭ ব্যাচের জন্য তিনি আরও বলেন “ইন্টারের লেখাপড়া টাফ। বাস্তবতা মেনে নিয়ে পড়ার টেবিলে বসো ২৬ ব্যাচ, তোমাদের প্রিটেস্ট চলছে। আর ২৭ ব্যাচ, তোমরা শুরু থেকে সিরিয়াস হও। সোশাল মিডিয়ায় আগডুম-বাগডুম বাদ দিয়ে লক্ষ্মী ছেলেমেয়েদের মতো লেখাপড়ায় ফেরত আসো।”

অনেকেই মন্তব্যে জানিয়েছেন, সরকার চেঞ্জ হলে রেজাল্ট চেঞ্জ হয়। আবার কেউ কেউ বলেছেন, “শিক্ষা ব্যবস্থা পরিবর্তন বলতে আমরা শুধু রেজাল্ট পরিবর্তনই দেখতেছি।”

শিক্ষা বিশ্লেষকরা বলছেন, কোভিড পরবর্তী সময় থেকে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা কিছুটা ভেঙে গেছে। অনলাইন ক্লাসের সময় থেকে অনেকের পড়ার অভ্যাস নষ্ট হয়ে গেছে, যার প্রভাব পড়ছে সরাসরি বোর্ড পরীক্ষার ফলাফলে। এই হার সামনের বছরগুলোতে আরও নিচে নামতে পারে যদি শিক্ষার্থীরা বাস্তবতার মুখোমুখি না হয় এবং পড়াশোনায় মনোযোগ না ফেরায়।

Post a Comment

0 Comments