শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

| |

আপনার প্রতিষ্ঠান বা পন্যের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +8801987785367

ছয় দফা দাবিতে আন্দোলনে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

Print Friendly and PDF

রাজধানীর ব্যস্ততম সাতরাস্তা মোড়ে ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিএসসি ডিগ্রিধারীরা সম্প্রতি তিন দফা দাবি তুলেছেন যা তাদের মতে কারিগরি শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র। তাদের দাবি বাস্তবায়িত হলে প্রকৌশল পেশায় কারিগরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র এককভাবে নিয়ন্ত্রণ করার পথ তৈরি হবে।

বিক্ষোভকারীরা জানান, "বিএসসি ডিগ্রিধারীদের এই অযৌক্তিক দাবির বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা চাই রাষ্ট্রীয় স্বীকৃতি ও কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা হোক।"

অবরোধ চলাকালে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রী ভোগান্তিতে পড়েন। তবে শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

শিক্ষার্থীরা আরও বলেন, কারিগরি শিক্ষার্থীদের জন্য ন্যায্য সুযোগ, কর্মসংস্থান এবং স্বীকৃতি নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


ছয় দফা দাবিতে রয়েছে:-

১. কারিগরি শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূরীকরণ

২. কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিতকরণ

৩. চাকরির ক্ষেত্রে প্রাপ্য মর্যাদা প্রদান

৪. পাঠ্যক্রম ও প্রশিক্ষণ আধুনিকীকরণ

৫. শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত গবেষণা সুবিধা

৬. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন

Post a Comment

0 Comments