
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কলেজগুলোতেও দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় মোট ১২ দিন ছুটি উপভোগ করবে শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে দুই দিন সাপ্তাহিক ছুটি। দুর্গাপূজার পাশাপাশি এ ছুটির মধ্যে ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবরণা পূর্ণিমা এবং শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে। নির্ধারিত তালিকা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে মোট ৯ দিনের ছুটি দেওয়া হলেও শুরুতে দুই দিন সাপ্তাহিক ছুটি মিলে শিক্ষার্থীরা টানা ১১ দিন বন্ধ উপভোগ করবে।
সবচেয়ে দীর্ঘ ছুটি থাকছে কলেজ পর্যায়ে। সরকারি ও বেসরকারি কলেজের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে এবার মোট ১৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি এবং পূজার অন্যান্য ছুটি।
এবারের সূচিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষকরা ঐচ্ছিক ছুটি পাবেন। ফলে অনেক প্রতিষ্ঠানেই কার্যত ছুটি আরও বেড়ে যাবে।
দীর্ঘ ছুটি সামনে রেখে ইতিমধ্যে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। একদিকে দুর্গাপূজার ধর্মীয় আনন্দ, অন্যদিকে ধারাবাহিক ছুটি — সব মিলিয়ে বিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা এবার দীর্ঘ বিরতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
0 Comments