শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

| |

আপনার প্রতিষ্ঠান বা পন্যের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +8801987785367

এসএসসি শিক্ষার্থীদের জন্য ফাহাদ স্যারের বই প্রকাশ

Print Friendly and PDF

অনলাইন শিক্ষাদানের মাধ্যমে পরিচিত ফাহাদ স্যার এবার এসএসসি শিক্ষার্থীদের জন্য লিখেছেন "এসএসসি জীববিজ্ঞান" বই। বইটি প্রকাশিত হয়েছে "FT Publication" থেকে। দীর্ঘদিনের পর্যবেক্ষণে ফাহাদ স্যার দেখেছেন, এসএসসি স্তরের বায়োলজি বইয়ে তুলনামূলকভাবে কম কন্টেন্ট থাকায় অনেক শিক্ষার্থী ইন্টারমিডিয়েটে উঠে হঠাৎ করে জটিল বিষয়বস্তু দেখে ভীষণ সমস্যায় পড়ে। সেই ঘাটতি পূরণ ও শিক্ষার্থীদের জন্য বিষয়টিকে সহজবোধ্য করতে তিনি নিজস্ব প্রচেষ্টা ও পরিশ্রম দিয়ে বইটি লিখেছেন।

ফাহাদ স্যার তার ফেসবুক পোস্টে লিখেছেন, “মেলা খাটা খাটুনির পরে এসএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য বায়োলজি বই লিখে ফেললাম। আমার জানা পরিচিত শিক্ষকদের সৌজন্য কপি দিবো ইনশাআল্লাহ। আর তোমাদের সবার জন্য, যারা বলো লেখাপড়ার সংস্কার দরকার, সংস্কার শুরু হউক আমার এই বই দিয়ে।”

শিক্ষার্থীদের উপকারের উদ্দেশ্যে লেখা এই বইটি তিনি শুধু পাঠদানের মাধ্যম হিসেবেই নয়, বরং শিক্ষায় সংস্কারের একটি উদ্যোগ হিসেবেও দেখতে চান। ফাহাদ স্যার এর আগে অনলাইন প্ল্যাটফর্মে নানা বিষয়ে শিক্ষার্থীদের গাইড করেছেন এবং তার সহজবোধ্য পড়ানোর স্টাইলের কারণে অনেকের কাছে তিনি জনপ্রিয় হয়েছেন।

নতুন এই বায়োলজি বই শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমিয়ে ইন্টারমিডিয়েট পর্যায়ে একটি মজবুত ভিত্তি গড়ে দিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন ফাহাদ স্যার।

বইটি "অনুপ্রেরণা" য় খুব শিঘ্রই এভেইলাবল হতে পারে। কিনতে যোগাযোগ করো: 01987785367 (Whatsapp)

Post a Comment

0 Comments