
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য আবারও বৃত্তি পরীক্ষা: সময়সূচি ও বিষয়ের তালিকা প্রকাশ
দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা। চলতি বছরের ডিসেম্বরেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর চারটি বিষয়ে এ পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম (সাধারণ প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যে বিষয়গুলোতে পরীক্ষা হবেঃ
- বাংলা
- ইংরেজি
- প্রাথমিক গণিত
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান (একসাথে)
বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। যদিও ২০২২ সালে পুনরায় বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে সেটি বাস্তবায়ন করা হয়নি। এর পরিবর্তে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা রাখা হয়েছিল। বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সময়ে আবারও আলাদাভাবে বৃত্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
0 Comments