
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উত্তেজনাপূর্ণ পরিবেশে সচিবালয়ের সামনে অবস্থান নেন উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। স্থগিত হওয়া পরীক্ষার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে এসে জড়ো হন।
শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা লক্ষ করা যায়। তারা স্লোগান দিতে থাকেন—“ভুয়া ভুয়া”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে” এবং “এমন শিক্ষা উপদেষ্টা চলবে না”। বিক্ষোভকারীরা রাত ৩টায় পরীক্ষার স্থগিতাদেশ ঘোষণাকে “দায়িত্বজ্ঞানহীন” হিসেবে আখ্যা দেন এবং বলেন, “এ ধরনের সিদ্ধান্ত আগেই জানানো যেত।”
সচিবালয়ের সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় ভেতরে আটকে পড়ে অসংখ্য যানবাহন। দীর্ঘ সময় ধরে সচিবালয়ের অভ্যন্তরে যান চলাচল সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিবালয়ের মূল ফটকসহ বিভিন্ন প্রবেশপথে সতর্ক অবস্থান নেন।
এদিকে, আরেকদল শিক্ষার্থী বাংলাদেশ ঢাকা শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ করে পরে সচিবালয়ের সামনের মূল কর্মসূচিতে যোগ দেন। তাঁরা শুধু এইচএসসি নয়, সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে যারা অকৃতকার্য হয়েছেন—তাদের জন্যও পুনর্মূল্যায়নের দাবি জানান। উল্লেখ্য, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়, যা আন্দোলনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে ক্ষুব্ধ এবং সময়মতো সঠিক পরিকল্পনা না করায় প্রশাসনের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন।
0 Comments